অভিনব কায়দায় সাপ ও গিরগিটি পাচারের চেষ্টা করছিলেন এক তরুণ। ফয়েল পেপারে মুড়িয়ে খাবারের বাক্সে ও মোজায় ভরে এক দেশ থেকে আরেক দেশে সাপ ও গিরগিটি নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পরিদর্শকদের তল্লাশির সময় ধরা পড়েন ওই তরুণ। খবর এনডিটিভির।
সম্প্রতি হাঙ্গেরি থেকে ইসরায়েলে ফেরার সময় ওই ব্যক্তি গ্রেপ্তার হন। তাঁর বয়স ২০-এর কোঠায়।
ইসরায়েলের কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয় ইতিমধ্যে ওই ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, ইসরায়েল বিমানবন্দরে শুল্ক পরিদর্শকেরা ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাচ্ছেন। তল্লাশির একপর্যায়ে ব্যাগে থাকা একটি খাবারের বাক্স ও এক জোড়া মোজার ভেতরে সাপ ও গিরগিটি পাওয়া যায়। বাক্সের ভেতরে নাশতার ব্যাগ ও ফয়েল পেপার দিয়ে তিনি প্রাণীগুলোকে এমনভাবে মুড়িয়ে রেখেছিলেন যে দেখে মনে হচ্ছিল ওই বাক্সে খাবার রাখা আছে।
ওই সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, কৃষি মন্ত্রণালয়, শুল্ক পরিচালক, প্রকৃতি ও পার্ক কর্তৃপক্ষ এবং সীমান্তরক্ষী বাহিনীর পরিদর্শকদের সহযোগিতায় প্রাণীগুলোর উদ্ধারকাজ সম্পন্ন হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হাঙ্গেরি থেকে ফিরতি ফ্লাইটে ইসরায়েলে পৌঁছান ওই তরুণ। কয়েক দিন আগের ঘটনা এটি। তাঁর দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
কর্তৃপক্ষ বলছে, প্রাণীগুলো যে দেশ থেকে পাচার হয়েছে, সেখানে ফেরত পাঠানো হবে।
0 Comments